স্থগিত ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করা "গণতান্ত্রিক ছাত্রশক্তির" সকল কার্যক্রম এবং কমিটি। গনতান্ত্রিক ছাত্রশক্তির এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গনতান্ত্রিক ছাত্রশক্তি বুদ্ধিবৃত্তিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করলেও সম্প্রতি সংগঠনটির আহ্বায়ক আখতার হোসেন গনতান্ত্রিক ছাত্রশক্তি রাজনীতিতে ফিরবে বলে জানান। সংগঠনটির ৩৩ সদস্যের কমিটির অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনর সমন্বয়ক ও সহ-সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।এদের মধ্যে উল্লেখযোগ্য অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার,আসাদুল্লাহ আল গালিফ।
কিছু দিন আগে গনতান্ত্রিক ছাত্রশক্তির আহবায়ক আখতার হোসেন এবং নাসিরুদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি।এর আগে সমন্বয়করা নিজেরাই রাজনৈতিক দল গঠনের কথা ভাবছিলেন তখনই গনতান্ত্রিক ছাত্রশক্তির বিলুপ্তির আভাস পাওয়া যায়।
উল্লেখ্য গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে এক শিক্ষার্থী বলেন, "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফার অন্যতম একটি ছাত্র রাজনীতি বন্ধের কথা থাকলেও সমন্বয়কদের অনেকে এখন রাজনীতির পক্ষে দাড়াচ্ছেন যেটি আমরা মেনে নিবো না।"
ধারণা করা হচ্ছে জাতীয় রাজনীতিতে মনোনিবেশ করতেই গণতান্ত্রিক ছাত্রশক্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।