২০২৫ সালের 'আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পুরস্কার' এবং 'আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পুরস্কার ২০২৫'- এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।
এর মধ্যে 'আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পুরস্কার ২০২৫' এ আবেদন করতে পারবেন বিদেশি নাগরিক, প্রতিষ্ঠান বা সংস্থা এবং 'আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পুরস্কার ২০২৫' এ আবেদন করতে পারবেন দেশীয় নাগরিক,প্রতিষ্ঠান বা সংস্থা। উল্লেখ্য এটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ,শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত।
২০২৫ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই পুরস্কার প্রদান করবে বাংলাদেশ সরকারের প্রধান এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট এর প্রধান পৃষ্ঠপোষক।আগ্রহী প্রার্থীরা 'আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট' এর ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে , পূরণ করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আবেদন পত্র আগামী ৩০ অঅক্টোবর বিকাল ৫টার মধ্যে জমা দিতে হবে।
পুরস্কারের পরিমাণ বা মূল্যমান: ৪ লাখ টাকা,প্রশংসা পত্র এবং ১৮ ক্যারেটের ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক প্রদান করা হবে।
শর্তাবলি:
আবেদন বা প্রস্তাবনায় কোনো মিথ্যা তথ্য দেয়া যাবে না এবং সার্টিফিকেট/প্রশংসাপত্র সঠিকভাবে সংযুক্ত করতে হবে।পূর্ববর্তীতে পুরস্কার পাওয়া ব্যাক্তি বা প্রতিষ্ঠান দ্বিতীয়বার পুরস্কারের জন্য বিবেচিত হবে না। এই পুরস্কার মরণোত্তর প্রদান করা হবে না।
পুরস্কারের জন্য যেসকল যোগ্যতা বিবেচনায় নেয়া হবে:
১) মাতৃভাষা গবেষণা ও মাতৃভাষা সুরক্ষা,প্রচার, পুনরুজ্জীবনের জন্য বিশেষ আবদান।
২) মাতৃভাষা সংরক্ষণ, সুরক্ষার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবন বা উদ্ভাবনে বিশেষ অবদান।
৩) অন্যান্য ভাষা এবং বিষয়ে বই বাংলায় অনুবাদের ক্ষেত্রে বিশেষ অবদান তবে এক্ষেত্রে মানসম্পন্ন বইয়ের কপি জমা দিতে হবে।
৪) মাতৃভাষায় রচিত বিভিন্ন বই এবং অন্যান্য বিষয়ের মৌলিক বই অনুবাদে অবদান।
৫) মাতৃভাষা চর্চা ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান তবে এক্ষেত্রে অবদান প্রমাণিত হওয়া লাগবে এবং প্রকাশিত মানসম্পন্ন বই জমা দিতে হবে।
আবেদন পত্র পাঠানোর উপায়:
আবেদনের ৩ টি হার্ডকপি নির্ধারিত সময়ে "পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট(আইএমএলআই),শহীদ মনসুর আলী সরণি,১/ক,সেগুনবাগিচা, ঢাকা-১০০" এই ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।
এছাড়া সফট কপি ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফরম্যাটে (imli.moebd@gmail.com) এই ইমেইল ঠিকানায় পাঠাতে পারবেন।
আরো বিস্তারিত জানতে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট এর ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত দেখে নিতে পারেন।