গত ১১ সেপ্টেম্বর রোজ বুধবার সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় জামিন পেয়েছেন আলোচিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
এই আদেশ দেন সিলেটের দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক স্বপন কুমার। উল্লেখ্য ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ জেলার এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া। এ ঘটনায় বাবর,সিলিট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হকসহ অনেক বিএনপি কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মামলা করা হয়।এই মামলায় হাজির হন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী,লুৎফুজ্জামান বাবর কারাগারে থাকায় হাজির করা হয়নি তবে আদালতের বিচারক বাবরকে জামিন দিয়েছে।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর গ্রেফতার হোন লুৎফুজ্জামান বাবর।এছাড়াও দুর্নীতি মামলা,২১ এ আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত আছেন লুৎফুজ্জামান বাবর।