Type Here to Get Search Results !

বায়তুল মোকাররম মসজিদে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন..

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব জটিলতায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।পলাতক স্বৈরাচার সরকারের সময়ে নিযুক্ত আওয়ামী খতিব মুফতি রুহুল আমিন ফিরে আসায় এমন পরিস্থিতির উদ্ভব হয়। 


আজ শুক্রবার জুমার নামাজের পূর্বে বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান পেশ কালীন সময়ে অনুসারীদের নিয়ে উপস্থিত হন পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। তিনি এসে মাইক্রোফোন হাতে নিলে বর্তমান খতিবের অনুসারীরা প্রতিবাদ জানায়। তখন এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হাতাহাতিতে পৌছায়, আহত হন বেশ কয়েকজন। 


আগে থেকে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা থাকলেও মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে মসজিদ থেকে বেড়িয়ে পড়েন, পরিস্থিতি স্বাভাবিক হলে পরে আবার মসজিদে প্রবেশ করেন তারা।


নামাজ শেষে মসজিদ থেকে বেড়িয়ে যাওয়ার মূহুর্তে আবার হঠাৎ মসজিদ থেকে একদল মুসল্লি, "একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর" স্লোগান দিতে দিতে বের হন।


এসময় পুলিশ বাধা দিলেও তারা বাধা উপেক্ষা করে রাস্তা  দখল করেন। পরে সেনাবাহিনী,পুলিশ ও র‍্যাবের সদস্যরা তাদের সরিয়ে দেন।


উল্লেখ্য, বায়তুল মোকাররম মসজিদের আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত খতিব সরকার পরিবর্তনের পর প্রথমবারের মত নামাজ পড়াতে আসেন। মিডিয়া ও জনগণের চাপে স্বীকার করেছেন তিনি পলাতক ছিলেন, তবে এক সূত্রে জানা যায় তিনি অসুস্থতার জন্য নামাজ পড়াতে আসেননি। এছাড়াও তার বিরুদ্ধে  ধর্ষণের অভিযোগ রয়েছে বলে জানা যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.