এবার দুর্গাপূজা উপলক্ষ্যে সরকার ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকেও একটি নির্দেশনা জারি করা হয়েছে।
২১ সেপ্টেম্বর (শনিবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি শাখা-২ এর এই বিজ্ঞপ্তিতে বলা হয়, 'দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার (বাণিজ্য মন্ত্রণালয়)। রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে ৩০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয়া হলো।'
আগ্রহী রপ্তানিকারকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। ২৪ সেপ্টেম্বর দুপুর ১২ টার মধ্যে আবেদন করতে বহয়েছে, এই সময়সীমার পর আবেদন পত্র গৃহীত হবে না। তবে যারা এর মধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না।
এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে অনেক নেটিজেন নিন্দা ও ক্ষোভের প্রকাশ করছেন। কেউ কেউ বলছেন, " বন্যায় অনেকে ইলিশ হয়েছে তাই ৩ হাজার টন দেয়া যেতেই পারে।" উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি না করার ইঙ্গিত দিলেও শেষমেষ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। খবর পাওয়া গেছে ভারতের পক্ষ থেকে ইলিশ রপ্তানির অনুরোধ করে চিঠি দেয়া হয়েছে।
জানা যায় গত পাচ বছরের ধারাবাহিকতায় এবারো ভারতে ইলিশ পাঠানোর অনুরোধ করে অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করে ভারতের ফিস ইমপোর্টার এসোসিয়েশন। (খবর হিন্দুস্তান টাইমস)
তবে এ নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা - সমালোচনা। কেউ কেউ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখায় সুন্দর সিদ্ধান্ত হিসেবে মেন নিচ্ছেন। আবার কেউ কেউ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন।