জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মত পলাতক রয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতা। সরকার পতনের কয়েকদিন আগে থেকেই পলাতক রয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক আলী ওয়াসিফ ইনান। তবে হঠাৎ আজ ২২ সেপ্টেম্বর সাদ্দাম এবং ইনানের নামে বিবৃতি প্রকাশ করেছে ছাত্রলীগ।
ছাত্রলীগের প্যাডে সাদ্দাম এবং ইনানের সইকৃত বিবৃতিতে ঢাবি এবং জাবিতে মব জাস্টিসে হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ।
বিবৃতিতে উল্লেখ্য করা হয়, " সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং তোফাজ্জল হোসেনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহবান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। "
উল্লেখ্য সরকার পতনের দেড় মাসে মাঝে মাঝে আওয়ামী লীগের পক্ষ থেকে অজ্ঞাত স্থান থেকে বার্তা এলেও ছাত্রলীগ চুপ ছিলো।