Type Here to Get Search Results !

নামে 'নৌকা' শব্দ থাকায় পরিবর্তন আসতে পারে 'নৌ-পরবহন মন্ত্রণালয়ের' নামে:নৌ-পরিবহন উপদেষ্টা

এবার পরিবর্তিত হতে পারে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নাম,নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নামে নৌকা শব্দটি থাকায় এ পরিবর্তন আসতে পারে।এ নাম পরিবর্তন করে জাহাজ-বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব হতে পারে।


(২৮ সেপ্টেম্বর) শনিবার অন্তর্বতীকালীন সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।রাজধানীর রমনায় সিজিএস কর্তৃক আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে এ কথা বলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের  উপদেষ্টা। 


এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছেন শুধু নৌকা থাকার কারণে একটা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হাস্যকর। কেউ কেউ আবার নৌ-বাহিনীর নাম পরিবর্তন করে জাহাজ-বাহিনী রাখার প্রস্তাবও করেছেন।


এছাড়াও এসময় নৌ-পরিবহন উপদেষ্টা  জুলাই গণ-অভ্যুত্থানে হত্যায় অভিযুক্তদের বিচারের ব্যাপারে তিনি জানান, আমার মতে অভিযুক্তদের অনুপস্থিতিতেই বিচার করা উচিত,ন্যুরেমবার্গ ট্রায়ালের মতো। তাদের ফিরিয়ে আনার দরকার নাই,হত্যার সকল প্রমাণ আছে আমাদের কাছে।"


তাছাড়া আওয়ামী সরকারের পতনের পর সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জনের নামের তালিকাও প্রকাশিত হতে পারে। এ ব্যাপারে উপদেষ্টা জানান, "সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জনের তালিকা প্রকাশের ব্যাপারে ক্যাবিনেটে কথা বলা হবে।"


স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক আছে আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা।অনেকে গ্রেফতার হলেও দেখা মিলছে না বেশির ভাগের। অনেকের ধারণা তাদের অনেকে আশ্রয় নিয়েছেন সেনানিবাসে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.