স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন, কেউ স্ব-ইচ্ছায় কেউ ছাত্র-ছাত্রীদের চাপের মুখে। অন্তর্বতীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এখনো ভিসি নিয়োগ হয়নি দেশের অন্যতম বড় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
তাই উপাচার্য নিয়োগের দাবিতে আজ চচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে 'প্রতিবাদ সমাবেশ' করেছে শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীদের 'সবাই যখন স্বর্গে,চবি কেন মর্গে', 'আর নয় বিজ্ঞাপন, দিতে হবে প্রজ্ঞাপন, 'ঢাবি,জাবি ভিসি পায়, চবি কেন পিছিয়ে যায়' সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। যদিও এর আগেও আল্টিমেটাম দিয়েছিলো কিন্তু প্রজ্ঞাপন আসেনি। তাই এবার প্রতিবাদ সমাবেশ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
সমাবেশের বক্তব্যে চবি শিক্ষার্থী নেয়ামত উল্লাহ ফারাবী বলেন, " এখন আমরা পড়ার টেবিলে থাকার কথা কিন্তু আমরা পড়াশোনার রেখে রাজপথে নামতে বাধ্য হয়েছি। উপাচার্য নিয়োগে কূটকৌশল অবলম্বনকারীদের ছাড় দেয়া হবে না। উপাচার্য প্রজ্ঞাপন আসার আগ পর্যন্ত ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি আমরা। প্রশাসনিক ভবন এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটক (২টি) বন্ধ থাকবে। উপচার্য নিজে এসে তালা খুলে ক্যাম্পাসে প্রবেশ করবেন।
আন্দোলনকারীরা জানান, 'এর আগেও সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আন্দোলন করে শিক্ষার্থীরা কোনো সাড়া না আসায় এই কঠোর কর্মসূচি দেয়া হয়েছে।'