ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে স্বাধীনতা উদযাপন উপলক্ষ্যে গণবিবাহ ও স্বাধীনতা ভোজের আয়োজন করছে ওই হলের শিক্ষার্থীরা।আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই মহাযজ্ঞ।বিয়ের সকল খরচ বহন করবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা।
এ নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে পাত্র-পাত্রীর সন্ধান চলছে।এ নিয়ে জাহাঙ্গীর আলম নামে এক শিক্ষার্থী জানান, "গণবিবাহ সুন্দর ও প্রসংশনীয় আয়োজন তবে সেটা দুই পরিবারের সম্মতিতে যেন হয় এবং উভয় পক্ষের অভিভাবক যেন উপস্থিত থাকে সেটি নিশ্চিত করা জরুরী।
এই আয়োজন নিয়ে উচ্ছ্বসিত শেহরিন আক্তার ইপা এক ফেসবুক গ্রুপে বলেন,"জহুরুল হক হলে স্বাধীনতা ভোজ উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হবে লায়লাতুল গণবিবাহ।জহুরুল হক হলের সাবেক বা বর্তমান শিক্ষার্থীরা চাইলে আপনাদের পার্টনারকে রাজি করিয়ে আয়োজকদের সাথে যোগাযোগ করতে পারেন।"এছাড়াও তিনি বলেন,"আমি প্রফেশনাল মেহেদী আর্টিস্ট হিসেবে বিয়ের মেহেদী পড়ানোতে বিশেষ ভূমিকা রাখতে পারবো বলে আশা করছি।