Type Here to Get Search Results !

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ছে,৩৫ করার নির্দেশনা...

চাকরি প্রত্যাশীদের  দীর্ঘদিনের চাওয়া পূরণ করে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়সসীমা ৬৫ করা হচ্ছে। আজ ১৮ সেপ্টেম্বর (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সসংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।


নির্দেশনায় মন্ত্রীপরিষদ বিভাগ জানায় এ বিষয়ের সঙ্গে (সরকারি চাকরি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্পৃক্ততা থাকায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো।


উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ সরকারি চাকরি প্রত্যাশীরা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছিলো। বিশেষ করে করোণাকালীন সময়ে স্থবিরতায় পিছিয়ে পড়ে অনেক চাকরি প্রত্যাশী। তবে আওয়ামী সরকার চাকরি প্রত্যাশীদের দাবি পরোয়া না করে কোনো সিদ্ধান্ত দেয়নি। তাই আওয়ামী সরকারের পতনের পর আবার সরব হয় আন্দোলনকারীরা। 


তারা দাবি করেন বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা অত্যান্ত যৌক্তিক। এবং তারা ছাত্র-জনতার সমর্থিত সরকারের প্রতি আশা ব্যাক্ত করেন। এবং অন্তর্বতীকালীন সরকারও চাকরি প্রত্যাশীদের আশাহত না করে দায়িত্ব গ্রহণের  মাত্র দেড় মাসের মাথায় তাদের দাবি পূরণে সিদ্ধান্ত নিলো।


এ নিয়ে শাবিপ্রবির এক শিক্ষার্থী বলেন, " অন্তর্বতীকালীন সরকারকে অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের দেশের শিক্ষা ব্যাবস্থা অনুযায়ী একজনের শিক্ষাজীবন শেষ করতে প্রায় ২৮ বছর লেগে যায় সেখানে চাকরির জন্য প্রস্তুত করতে শিক্ষার্থীরা মাত্র ১.৫-২ বছর সময় পান। এছাড়াও করোনা, সদ্য সমাপ্ত হওয়া আন্দোলনেও অনেকে পিছিয়ে পড়েছে। তাই এই সিদ্ধান্ত অত্যান্ত যৌক্তিক।"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.