Type Here to Get Search Results !

১০০ কোটি টাকার অনুদান পেল 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'..

ছাত্র-জনতার যুগান্তকারী জুলাই গণ-অভ্যুত্থানে আহত  ও নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেয়া হয়েছে ১০০ কোটি টাকার অনুদান। অন্তর্বতীকালীন সরকার পদান ড. মুহাম্মদ ইউনুস ত্রাণ তহবিল থেকে এ অর্থ দেয়া হয়েছে।



আজ ১৭ সেপ্টেম্বর  (মঙ্গলবার) অন্তর্বতীকালীন সরকারের প্রদান উপদেষ্টা এবং উপদেষ্টা আসিফ মাহমুদের উপস্থিতিতে ফরেন একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য সম্প্রচার  উপদেষ্টা নাহিদ ইসলাম। 


তিনি জানান আগামী এক সপ্তাহের মধ্যে আহত-নিহতদের সহায়তা প্রদান শুরু হবে। আহত-নিহতদের এককালীন  আর্থিক  সহায়তা প্রদান ও এক মাসিক ভাতা প্রদান করা হবে।এছাড়া তিনি আরো জানান এ পর্যন্ত ২০ হাজারের বেশি আহত এবং ৮০০ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সব পরিবারের সাথে যোগাযোগ করা যায়নি, যোগাযোগ শেষ হলে শহীদদের স্মরণে সভা হবে।(যে সভার জন্য আনুমানিক ৫ কোটি টাকা বাজেট রাখা হয়েছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।)


উল্লেখ্য, অন্তর্বতীকালীন সরকারের প্রদান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে সভাপতি করে আন্দোলনে আহত-নিহতদের সহায়তার লক্ষ্যে ৭ সদস্যের 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ' গঠন করা হয়। যেটির সাধারণ সম্পাদক (সেক্রেটারি) করা হয় আন্দোলনের অন্যতম শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর স্নীগ্ধকে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.