Type Here to Get Search Results !

বিসিএসে কওমী ছাত্রদের অংশ নিতে না দেয়া চরম বৈষম্য :মুফতি ফয়জুল করীম

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)- এ কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ না দেয়া বৈষম্য বলেছেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।



আজ ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঢাকার কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বৈষম্য নিরোসনে কওমী সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন।


তিনি বলেন, ' একজন কওমী মাদ্রাসার ছাত্র বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার পর উত্তীর্ণ না হলে আপত্তি নেই। কিন্তু তাকে কেন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না?'


এছাড়াও তিনি বলেন, 'দেশের সাধারণ শিক্ষার ক্ষেত্রে নৈতিক শিক্ষা দেয়া হয়  না। নৈতিক শিক্ষা না থাকায় দেশে দুর্নীতি বাড়ছে। আমরা চাই কওমি মাদ্রাসার ছাত্ররা সবক্ষেত্রে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কওমী মাদ্রাসার সতন্ত্রতা বজায় রেখে তাদের সনদের মান নিশ্চিত করতে হবে। কাজী হিসেবে কওমী মাদ্রাসার ছাত্রদের নিয়োগ দিতে হবে।'


এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের  সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লাম নুরুল হুদা ফয়েজী। এছাড়াও বক্তব্য রাখেন মুফতি মিজানুর রহমান সাঈদ,মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা গাজী ইয়াকুব, মুফতি রেজাউল করীম আবরারসহ আরো অনেকে।


সেমিনারের সভাপতি নুরুল হুদা ফয়েজী সভাপতিত্বের বক্তব্যে বলেন, "২০ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত দাবি আদায়ে (কওমী সনদের যথাযথ মূল্যায়ন) সেমিনার ও জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি দেয়ার পর অক্টোবরের শেষের দিকে  ঢাকায় মহাসমাবেশ করা হবে।


এছাড়াও সেমিনারে কওমী শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার বলে দাবি করা হয় এবং বৈষম্য নিরোসনে কাজ করার আহ্বান জানানো হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.