Type Here to Get Search Results !

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত..

পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী সহ সকল রাজনীতি অন্তর্ভুক্ত। 


আজ ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)  সন্ধ্যা থেকে প্রায় রাত ৯ টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে এক জরুরি সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। একাধিক সিন্ডিকেট সদস্য সূত্রে বিষয়টি জানা যায়।(খবর:দ্যা ডেইলি ক্যাম্পাস)


উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করেছিলো শিক্ষার্থীরা। তাছাড়া সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ সংক্রান্ত বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে অতিদ্রুত বিস্তারিত অফিসিয়াল বিবৃতি আসবে।

তবে অধিকাংশ শিক্ষার্থীদের দাবি অনুযায়ী দেশের সকল বিশ্ববিদ্যালয়েই লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করা সময়ের দাবি। আবার গণতান্ত্রিক দেশ হিসেবে সুষ্ঠু গণতন্ত্র চর্চাও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি গুরুত্বপূর্ণ চর্চা বলে অনেকের মত। তাই অনেকের মতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ রেখে ছাত্র সংসদ চালু রাখা যেতে পারে। এতে শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চায় থাকবে আবার লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির অন্তিম আধার থেকেও মুক্তি পাবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.