বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলাভিত্তিক শুন্যপদের সংখ্যা বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
আবেদন শুরু: ১ অক্টোবর,২০২৪
আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর,২০২৪
আবেদনের যোগ্যতা:
১) আবেদনকারীর বয়সসীমা ১৮-২০ বছর হতে হবে।
২) এসএসসি বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫ সহ উত্তীর্ণ হতে হবে।
৩)বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
৪) আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
৫) শারীরিক যোগ্যতা(পুরুষ) :উচ্চতা-মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, অন্যান্য কোটায় ৫ ফুট ৪ ইঞ্চি। বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ৩১-৩৩ ইঞ্চি,অন্যান্য কোটায় ৩০-৩১ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে এবং ওজন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত হতে হবে।
৬) শারীরিক যোগ্যতা (নারী): উচ্চতা- মেধা কোটায় ৫ ফুট ৪ ইঞ্চি,অন্যান্য কোটায় ৫ ফুট ২ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬ এবং ওজন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত হতে হবে।
নিয়োগ এবং সুবিধা:
১) সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারীদের ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৭ তম গ্রেড (৯০০০-২১৮০০) টাকা এবং বিধি মোতাবেক অন্যন্য বেতন-ভাতাদিসহ বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে।
২)নিয়োগপ্রাপ্তদের প্রচলিত নিয়মনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি সহ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ থাকবে।
৩)নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী,চিকিৎসা সুবিধা,ঝুকি ভাতা এবং নিজের ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে পাবে।
বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ ২০২৪ এর আবেদন পদ্ধতি জানতে নিচের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন অথবা সরাসরি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন।