পৃথিবীর অন্যতম উন্নত দেশের তালিকায় উপরের দিকে থাকা দেশ সিঙ্গাপুর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে পড়ার জন্য স্কলারশিপ দিচ্ছে।সিঙ্গাপুর সরকার "সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট এওয়ার্ড(সিঙ্গা)" এর আওতায় নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের এ সুযোগ প্রদান করবে।
এই এওয়ার্ডের আওতায় দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে, আওতাভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোতে বিজ্ঞান এবং প্রকৌশল বিষয়ে পিএইচডি করতে পারবে শিক্ষার্থীরা। এওয়ার্ডেএ আওতাধীন বিশ্ববিদ্যালয় গুলো হলো, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর,নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি এন্ড ডিজাইন।
আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর,২০২৪
আবেদনের যোগ্যতা:
১) ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
২)একাডেমি ফলাফল এবং একাডেমিক রেফারি থেকে ভালো রিপোর্ট থাকতে হবে।
৩)স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র :
১)আবেদনকারীর ছবি,সিভি এবং পাসপোর্ট।
২) এসওপ(স্ট্যাটমেন্ট অব পারপাস)।
৩) দুইটি এলওআর (রেফারেন্স লেটার)।
৪)একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং যদি থাকে তাহলে আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ।
সুযোগ-সুবিধা সমূহ:
১) সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসিক প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা (বাংলাদেশী টাকায়) উপবৃত্তি প্রদান করা হবে।
২) বিমান যাতায়াত খরচ বাবদ ১ লক্ষ ২২ হাজার টাকা এবং আবাসন ভাতা বাবদ এককালীন প্রায় ৮১ হাজার টাকা প্রদান করা হবে।
৩) এছাড়াও মেডিকেল ইনস্যুরেন্স এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
Agency For Science, Technology and Research, Singapore এর ওয়েবসাইটে আবেদন এবং আরো বিস্তারিত জানতে পারেবেন।
বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষা অনেকের স্বপ্ন যারা সিঙ্গাপুরে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চান তারা এটিতে আবেদন করতে পারেন। সিঙ্গাপুরে উচ্চশিক্ষার জন্য এটি ভালো একটি সুযোগ।