Type Here to Get Search Results !

শাবিপ্রবিতে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করলো "বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ"..

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর)  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন সংগঠন হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে "বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ"। শাবিপ্রবির মুক্তমঞ্চে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ কর্তৃক আয়োজিত 'কাওয়ালী ও বিপ্লবী সংগীতের আসর' এ শিক্ষক কর্মকর্তাদের উপস্থিতিতে আত্মপ্রকাশের এই ঘোষণা দেয়া হয়।


এসময় 'বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ' এর পক্ষ থেকে দ্রুত যোগ্য ভিসি নিয়োগ, উপযুক্ত  মানদণ্ড বিবেচনায় নিয়ে হলে শিক্ষার্থীদের দ্রুত ভর্তি নিশ্চিত, সারাদেশে সাংস্কৃতিক ঐক্য বজায় রাখা, শাবিপ্রবিতে আয়নাঘর বা বিপ্লবী কর্ণার স্থাপন, শহীদ মীর মুগ্ধ ওয়াটার সেল সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রস্তাবনা পেশ করা হয়। বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের পক্ষে এসব প্রস্তাবনা উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বোরহান উদ্দিন। 


অনুষ্ঠানে উপস্থিত গণিত বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক সাজেদুল করিম বলেন, " আশা করি বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ যত দিন যাবে তত হিষ্ট-পুষ্ট ও পরিপক্ক হবে এবং সুস্থ সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখবে।"এছাড়াও তিনি বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের সুন্দর ভবিষ্যত কামনা করেন। 


এরপর বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের উপদেষ্টাদের পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়।


উল্লেখ্য আজ শাবিপ্রবিতে 'বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ' আয়োজন করে 'কাওয়ালী ও বিপ্লবী সংগীতের আসর' যেখানে শাবিপ্রবির শিক্ষার্থীসহ সংগীত পরিবেশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের "আজাদী মঞ্চ" এবং সিলেটের "জাগরণ মঞ্চ"।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.