শাবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি ও ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. এম. সারওয়াররউদ্দিন চৌধুরী।
আজ ১৮ সেপ্টেম্বর (বুধবার) শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়াও উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাবিপ্রবির গণিত বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের পর প্রায় দেড় মাস পর নতুন উপাচার্য পেল শাবিপ্রবি।
এর আগে দীর্ঘদিন ক্লাসের বাইরে থাকায় উপাচার্য নিয়োগের জন্য বারবার আন্দোলন করে আসছিলো শাবিপ্রবির শিক্ষার্থীরা। আজ ১৮ সেপ্টেম্বর বিকেল ৩ টায়ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলো শিক্ষার্থীরা। তবে এর মধ্যেই উপাচার্যসহ ৩ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের প্রজ্ঞাপন পেল বিশ্ববিদ্যালয়টি।
এ নিয়ে শাবিপ্রবির অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী জানান, "আমরা দীর্ঘদিন ক্লাসের বাইরে প্রশাসন না থাকায় ক্লাস, পরীক্ষায় বসতে পারছি না। বিভিন্ন কারণে ইতোমধ্যেই আমরা পিছিয়ে আছি,সেশনজট এড়ানোর জন্য দ্রুত ক্লাস পরীক্ষা শুরু করা উচিত। আশা করি আমাদের নতুন ভিসি এবং প্রো-ভিসি শিক্ষার্থীবান্ধব হবেন। এবং আমরা অতি শীঘ্রই ক্লাসে ফিরতে পারবো।"