সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাস গঠনে ১৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে "শাবিপ্রবি সংস্কার আন্দোলন"। আজ ২২ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
জুলাই গণ-অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পদত্যাগের পর স্থবির হয়ে আছে বিশ্ববিদ্যালয়টি। সম্প্রতি গুরুত্বপূর্ণ তিন পদে নিয়োগ প্রদানের পর কিছুটা গতি ফিরেছে প্রশাসনিক কাজে তবে শুরু হয়নি এখনো ক্লাস পরীক্ষা। দ্রুত ক্লাস পরীক্ষা শুরু করা সহ ১৩ প্রস্তাবনা দেয়া হয় এ সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলন শেষে সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য বরারবর স্মারক লিপি দেয়া হয়।
উল্লিখিত ১৩ দফা দাবির মধ্যে অন্যতম, " দ্রুত ক্লাস-পরীক্ষা চালু, গবেষণা খাতে শিক্ষার্থীদের সুযোগ প্রদান, সকল লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ,শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত,২৪ এর গণঅভুত্থ্যানে শাবিপ্রবির শিক্ষার্থী শহীদ রুদ্র সেনের পরিবারকে সহায়তা এবং রুদ্র সেনের স্মরণে স্থায়ী উদ্যোগ গ্রহণ, পরিবহন ব্যাবস্থার উন্নতিসহ লাইব্রেরীতে পর্যাপ্ত বই এবং সুযোগ সুবিধা বৃদ্ধি। "
এছাড়াও সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ের রোডম্যাপ প্রকাশ এবং প্রশাসন কর্তৃক সুষ্ঠু মানদন্ডের ভিত্তিতে শিক্ষার্থীদের হলে ভর্তির দাবি জানানো হয়।
পাশাপাশি শাবিপ্রবিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষায় ফিরিয়ে আনা এবং মুক্তিযোদ্ধাদের নাতি-পুতি কোটা,পৌষ্য কোটা ও অন্যান্য কোটা পদ্ধতি বাতিলের দাবি জানানো হয়।