Type Here to Get Search Results !

শাবিপ্রবিতে শপথ পাঠ নিয়ে যা বলললে নবনিযুক্ত উপ-উপাচার্য..

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপ-উপাচার্য এবং ট্রেজারারকে শপথ পাঠ করানো নিয়ে তোপের মুখে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম। 


বিবিসি বাংলাকে মোবাইল ফোনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, "আমরা (শিক্ষার্থীরা) চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে এই এই জিনিস গুলো হবে, আপনাদের নেতৃত্বে হবে, আপনারা আমাদের সাথে নিবেন। আমরা ভুল করলে শুধরে দিবেন, এইরকম বলতে বলতে সবাই আবেগ আপ্লূত হয়ে  দাঁড়িয়ে গেছে। আমরা (শিক্ষার্থীরা) সবাই মিলে স্যার এই এই কাজ গুলো করবো।আপনারাও বলেন স্যার আমরাও বলি এভাবে তাৎক্ষণিকভাবে ওই কথা গুলো আসছে। ওখানে কোনো বল প্রয়োগ করা হয়নি এবং আগে থেকে ঘোষণা ছিলো না।"


উল্লেখ্য ১৯ সেপ্টেম্বর নবনিযুক্ত উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষকে শপথ পাঠ করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ব্যাপক সমালোচনার মুখোমুখি হচ্ছেন সমন্বয়করা। শিক্ষক-শিক্ষার্থী সকলেই এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তাদের অধিকাংশের দাবি কোন অধিকার বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে উপ-উপাচার্যকে শপথ পাঠ করান সমন্বয়করা?


এছাড়াও অনেক শিক্ষক বিবৃত হয়েছেন এ ঘটনায়। পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেন, "ছেলে আমার মস্ত মানুষ, মস্ত জ্ঞানী, সরল পথে চলব আমি,শপথ দিছে মানি।" পোস্টে তিনি বিস্তারিত না লিখলেও ধারণা করা যাচ্ছে এই ঘটনার প্রেক্ষিতেই এই লিখা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার প্রকাশ ঘটাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। 


শাবিপ্রবির  বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের বেশ কয়েকজন পদত্যাগ এবং সহ-সমন্বয়কদের এর প্রতিবাদ করতে দেখা গিয়েছে।তবে এ ঘটনায় সমন্বয়কদের কাউকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে দেখা যায়নি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.