Type Here to Get Search Results !

শাবিপ্রবিতে নিজেদের বিশ্ববিদ্যালয় থেকে ভিসি চায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম..

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের পর দীর্ঘদিন যাবৎ উপাচার্য বিহীন রয়েছে বিশ্ববিদ্যালয়টি। সাময়িক প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের জন্য ভারপ্রাপ্ত নিয়োগ করা হলেও গতি ফেরেনি একাডেমিক কার্যক্রমে। সাধারণ শিক্ষার্থীরা ভিসি নিয়োগে আল্টিমেটাম দিলেও কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।



এবার ভিসি নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে ভিসি নিয়োগের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ  সোমবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই দাবি জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ববিদ্যালয়ে পুর্ণ কর্মজীবন শেষে অবসর গ্রহণ করা সহ প্রায় ৫০০ এর অধিক শিক্ষক বিভিন্ন স্তরে কর্মরত রয়েছে। এছাড়াও  উল্লেখযোগ্য সংখ্যক যোগ্য অধ্যাপক (শিক্ষক গ্রেড-১) থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের কাউকে দায়িত্ব দেয়া হয়নি। তারা দাবি করেন পূর্বে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শাবির ভিসি নিয়োগ দিয়ে শাবিপ্রবির শিক্ষকদের দক্ষতা ও সম্মানের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাবিপ্রবিকে নিজের করে নিতে না পারায় বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়েছে। 


এছাড়াও বিজ্ঞপ্তিতে সরকারের দায়িত্বশীল মহলকে শাবিপ্রবির সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই ভিসি সহ অন্যান্য প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে অতিদ্রুত নিয়োগ প্রদানের আবেদন জানানো হয়। 


তারা আরো জানান এক্ষেত্রে শাবিপ্রবির ব্যাতিত অন্য বিশ্ববিদ্যালয় থেকে পদায়ন কাম্য ও গ্রহণযোগ্য হবে না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.