প্রখ্যাত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীকে মালেশিয়া ঢুকতে বাধা দিয়েছে মালেশিয়ার ইমিগ্রেশন পুলিশ। জানা যায় তাকে দ্রুত দেশে ফেরত পাঠানো হতে পারে।
দীর্ঘ সারে চার বছর পর দেশে ফেরার পর মাত্র নয় দিনের মাথায় আবার মালেশিয়া ফেরত যান জনপ্রিয় এই ইসলামিক বক্তা।জানা যায় ১১ অক্টোবর (শুক্রবার) মালেশিয়ার বিমানবন্দরে পৌঁছালেও পুলিশ সদত দপ্তরে অভিযোগ থাকায় মালেশিয়াই প্রবেশ করতে পারেননি তিনি। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো হয়নি।পুলিশের তথ্যমতে তাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে।
দেশ ছাড়ার আগে ১১ অক্টোবর (শুক্রবার) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজের এক পোস্টে দেশ ছাড়ার ঘোষণা দেন এ আলোচিত-সমালোচিত ইসলামিক স্কলার।
ফেসবুক পোস্টে তিনি লিখেন দীর্ঘ সময় পর বাংলাদেশের এ সংক্ষিপ্ত সফরে পরিবারের সাথে সময় কাটিয়ে এবং অনেক আলেম-উলামার সাথে গেদারিংয়ে ভালো সময় কাটিয়েছে।এক মাস পর ফিরে কিছু প্রোগ্রামে অংশগ্রহণের কথাও জানিয়েছিলেন তিনি।