Type Here to Get Search Results !

স্কলারশিপ নিয়ে ফ্রান্সে পড়াশোনা করার সুযোগ,বছরে পাবেন ১৭ লক্ষ টাকা।

বিশ্বের উন্নত দেশের তালিকার উপরের দিকে থাকা ফ্রান্স শিক্ষা খাতেও উন্নত।উচ্চশিক্ষায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশী শিক্ষার্থীদেরও পছন্দের উপরের দিকে থাকে দেশটি।আন্তর্জাতিক মানের বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে দেশটিতে,রয়েছে বেশ কিছু আকর্ষণীয় স্কলারশিপ। উন্নত জীবন ব্যাবস্থা এবং শিক্ষা ব্যাবস্থার জন্য ফ্রান্সে স্নাতকোত্তর করতে চাইলে আপনার জন্য রয়েছে বেশ কিছু স্কলারশিপের সুযোগ।বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে ফ্রান্সের দ্যা প্যারিস ইন্সটিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি সংক্ষেপে সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। 


বিশ্ববিদ্যালয়টি ফ্রান্সের প্রখ্যাত সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানী এমিলি বাউটমির নামে চালিত স্কলারশিপ 'এমিলি বাউটমি স্কলারশিপের' আওতায় আন্তর্জাতিক  শিক্ষার্থীদের এ সুযোগ দিচ্ছে।


আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর,২০২৪।


স্কলারশিপের সুযোগ-সুবিধা সমূহ:

১)বিদেশি শিক্ষার্থীদের ফরাসি ভাষাশিক্ষা বাধ্যতামূলক নয়।

২)আবাসন ব্যাবস্থা, খেলাধুলার সুযোগ এবং স্বাস্থ্যবীমা প্রদান করা হবে।

৩)টিউশন ফি বাবদ স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের বাংলাদেশী টাকায় প্রায় ১৭ লক্ষ ১৬ হাজার টাকা প্রদান করা হবে।


আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১)আবেদকারীর একাডেমিক ট্রান্সক্রিপ্ট,জীবন বৃত্তান্ত এবং অন্যান্য সনদপত্র।

২)পাসপোর্টের কপি এবং পারবারিক অবস্থা প্রমাণের জন্য আয়ের প্রমাণপত্র।

৩) একাডেমিক রেফারেন্স।


এমিলি বাউটমি স্কলারশিপে আবেদনের যোগ্যতা :

১) আবেদনকারী শিক্ষার্থীকে নন-ইউরোপীয়ান হতে হবে।(এমনকি ইউরোপীয়ান নাগরিকত্বসহ দ্বৈত নাগরিক হলেও আবেদন গ্রহণযোগ্য হবে না।)

২)আবেদনকারী পূর্বে আবেদন করে থাকলে পুনরায় সুযোগ পাবেন না অর্থাৎ অবশ্যই প্রথমবার আবেদনকারী হতে হবে।

৩)আবেদনকারীর স্নাতকের ফলাফল ভালো হতে হবে।


ফ্রান্সের এমিলি বাউটমি স্কলারশিপে আবেদন করার জন্য এবং আরো বিস্তারিত  SciencesPo এর ওয়েবসাইটে পেয়ে যাবেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.