Type Here to Get Search Results !

পূজা উদযাপন পরিষদের আমন্ত্রণে গান পরিবেশ করেছে শিল্পীরা,গ্রেফতার দুই মাদ্রাসা শিক্ষক:পুলিশ

ট্টগ্রামে পূজা মন্ডপে ইসলামিক গান পরিবেশনের অভিযোগে নিন্দা, আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশ জুড়ে।  টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে এই সংগীত কান্ড।গতকাল(১০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা মন্ডপে ইসলামিক গান পরিবেশনের একটি ভিডিও ছড়িয়ে পরে।ভিডিওতে দেখা যায় জেএমসন হলের পূজা মন্ডপে গান পরিবেশন করছেন চট্রগ্রাম কালচারাল একাডেমির শিল্পীরা।


পুলিশ জানিয়েছে পূজা উৎযাপন কমিটির এক সদস্যের আমন্ত্রণেই গান পরিবেশন করেছিলেন শিল্পীরা।তবে ইতোমধ্যে দুই মাদ্রাসার শিক্ষককে আটক করা হয়েছে।তারা হলেন শহীদুল করিম খান এবং নুরুল ইসলাম। আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. রইছ উদ্দিন গ্রেফতারের কথা নিশ্চিত করে বলেন বাকিদের গ্রেফতার করার প্রক্রিয়া চলমান রয়েছে।গানের কিছু অংশ সনাতন ধর্মাবলম্বীদের অনুভুতিতে আঘাত করেছে তবে শিল্পীরা পূজা উৎযাপন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে গান গেয়েছিলো।


অনুষ্ঠানে শিল্পীরা একটি বাউল গান এবং একটি ইসলামিক সংগীত পরিবেশন করেন।এ ঘটনার পিছনে অন্য কোনো উদ্দেশ্য জড়িত আছে কি না এ বিষয়ে তদন্ত চলছে।


ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রাথমিকভাবে ইসলামী ছাত্রশিবিরকে এ ঘটনায় সম্পৃক্ত করার চেষ্টা করলে শিবির সভাপতি নাকচ করে দেন।তিনি বলে সংগীত পরিবেশনের সাথে ইসলামি ছাত্রশিবিরের সম্পৃক্ততা নেই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.