জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দুই সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে রংপুরে অবাঞ্চিত ঘোষণা করেছেন মোস্তাফিজুর রহমান। তিনি রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান।
মোস্তাফিজুর রহমান যার যা আছে তা নিয়ে রংপুরের পার্টি অফিসে সবাইকে অবস্থান নিতে বলেন।তিনি রংপুরে হাসনাত-সারজিসকে আসতে না দিয়ে রংপুরের জাতীয় পার্টির শক্তি দেখিয়ে দিতে চান।তিনি বলেন, 'ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম জাতীয় পার্টিকে প্রধান উপদেষ্টার সংলাপে না ডাকার জন্য ঘোষণা দেয়ার জন্য তারা রংপুরে আসতে পারবে না।' তিনি বলেন হাসনাত-সারজিসকে ঠেকিয়ে দেয়ার আন্দোলনকে জনস্রোতে পরিণত করতে না পারলে নাকে খত দিয়ে জাতীয় পার্টি থেকে চলে যাবো।
রংপুর শহরের জাতীয় পার্টির কার্যালয়ে এক সভায় আজ ১৪ অক্টোবর এসব কথা বলেন তিনি।তিনি বলেন, 'হাসনাত-সারজিস আলমদের কোনো প্রোগ্রাম রংপুরের মাটিতে হতে দেয়া হবে না।'
মোস্তাফিজুর রহমান রংপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ডিআইজিকে হুশিয়ারি দিয়ে বলেন রংপুরের কোনো সংলাপে জাতীয় পার্টিকে না ডেকে অসম্মান করা হলে জাতীয় পার্টি অধিকার, সম্মান আদায় করে নিবে। এজন্য তিনি দায়িত্বশীলদের প্রস্তুত থাকার হুশিয়ারি দিয়েছেন।
উল্লেখ্য স্বৈরাচার সরকারের দোসর এবং মেরুদণ্ডহীন দল হিসেবে আখ্যা দিয়ে হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম ফেসবুক পোস্ট করেন।সেখানে তারা জাতীয় পার্টিকে প্রধান উপদেষ্টার রাজনৈতিক সংলাপে না ডাকার আহ্বান করেন।এমনকি এটিকে আত্মঘাতী সিদ্ধান বলেন,যদি এমন সিদ্ধান্ত নেয়াও হয় তার তীব্র এবং কঠোর বিরোধিতা করার হুশিয়ার জানান হাসনাত আব্দুল্লাহ।