নির্বাচন কমিশনের ডাটা সেন্টার থেকে ১১ কোটি নাগরিকের তথ্য চুরি ঘটনায় ১৯ জনের নামে মামলা দায়ের করা হয়।তথ্য চুরির এ ঘটনায় ২০ হাজার কোটি টাকার লেনদেনের তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে। মামলায় নাম রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের।ইতোমধ্যে পুলিশ এ মামলার আরেক আসামি ডাটা সেন্টারের সাবেক পরিচালক তারেক এম বরকতউল্লাহকে গ্রেফতার করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে। গত বুধবার (৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন,"৪ অক্টোবর ২০২২ সালের আইসিটি মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের চুক্তি অনুসারে নির্বাচন কমিশনের তথ্য-উপাত্ত কোনোভাবেই অন্য কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সাথে বিনিময় করতে পারবে না। এ চুক্তি ভঙ্গ করে কম্পিউটার কাউন্সিল ডিজকন গ্লোবাল সার্ভিসসের এর সহায়তায় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তথ্য-উপাত্ত বিক্রি করেছে। নাগরিকদের ৪৬ ধরনের তথ্য দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে।"
বিভিন্ন প্লাটফর্ম ব্যাবহার করে বিক্রি করা এসব তথ্যের বিনিময়ে প্রাথমিকভাবে ২০ হাজার কোটি টাকা লেনদেনের প্রমাণ মিলেছে।বিক্রিত তথ্য কোন আইন,কী মাধ্যমে এবং কোন স্বার্থে বিক্রি বা হস্তান্তর করা হয়েছে তা উদঘাটন করতে তদন্ত চলমান রয়েছে।