মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে বিস্ময়কর ঘটনা।প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে ২০ বছর আগে নিখোঁজ এক কিশোরীর খন্ডিত লাশ পাওয়ার খবর প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের কলোরেডো অঙ্গরাজ্যের এক বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার করা হয় মৃত দেহের মাথা এবং দুই হাত। ডিএনএ পরীক্ষার পর জানা যায় লাশের অংশ গুলো ২০ বছর আগে নিখোঁজ হওয়ার ১৬ বছর বয়সী এক কিশোরীর।
জানা যায় নিখোঁজ কিশোরীর নাম আমান্ডা ওভারস্ট্রিট। আমান্ডা ওভারস্ট্রিট ২০০৫ সালে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ ২০ বছর পর খোজ মিললো।নিখোঁজ হওয়ার সময় আমান্ডার বয়স ছিলো ১৬ বছর। প্রতিবেদনে উল্লেখ করা হয় ২০২৪ সালের ১২ জানুয়ারী গ্রান্ড জাংশনে বিক্রি হওয়া এক ফ্রীজ থেকে মৃত দেহের অংশগুলো উদ্ধার করা হয়।
১১ অক্টোবর (শুক্তবার) মেসা কাউন্টি শেরিফ অফিস এক বিজ্ঞপ্তিতে পরিচয় শনাক্তের বিষয়টি জানায়।শেরিফ অফিস সূত্রে জানা যায়, পরিত্যক্ত ফ্রিজটি নিজ বাড়িতে নিতে গেলে ফ্রিজে লাশের দেহাংশ পাওয়া যায়। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া যায়।তবে শেরিফ কার্যালয় থেকে কিশোরীর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্পর্কে কিছু জানানো হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে মৃতদেহ আবিষ্কারের ঘটনা এলাবাসীর জন্য ক্রমাগত কোনো হুমকি নয়। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।