Type Here to Get Search Results !

ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৮ শিক্ষার্থীকে বহিষ্কার!

ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৮ শিক্ষার্থীকে ক্যাম্পাস এবং হোস্টেলে সংঘটিত বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অপরাধে বহিষ্কার করা হয়েছে। ৫ অক্টোবর (শনিবার) কলেজের সভাকক্ষে এক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত দেয়া হয়।



এ ঘটনায় মমেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমি কাউন্সিলের সভায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্যের এ কমিটির সভাপতি করা হয়েছে অধ্যাপক ডা. জিম্মা হোসেন এবং সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয় ডা. মো. বদর উদ্দিনকে।আগামী পাচ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়।রিপোর্ট পাওয়ার পূর্ব পর্যন্ত এই ২৮ শিক্ষার্থী ক্যাম্পাস এবং হোস্টেল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত থাকবে।


সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন মেডিকেল-৪৭ ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হাসান রুকন,শিপন হাসান,আলমগীর হোসেন,আশিক উদ্দিন,সৈয়দ রায়হান আল আশরাফ,মেডিকেল- ব্যাচের ডা. অনুপম সাহা,ডা. মাশফিক আনোয়ার, ম-৫৩ ব্যাচের শিক্ষার্থী ডা. মেহেদী হাসান শিমুল,ডা. অনুপম দত্ত অর্ঘ,ডা. আব্দদুল্লাহ আল হাসান,মেডিকেল- ৫৮ ব্যাচের শিক্ষার্থী অর্ণব সাহা,রায়হান ফাল্গুন,কামস আরেফিন,আসিফ রায়হান, মেডিকেল-৫৪ ব্যাচের ডা. জাহিদুল ইসলাম তুষার এবং ডা. মহিদুল হক অয়ন,ম-৫৯ ব্যাচের কুবের চক্রবর্তী, সিয়াম জাওয়াফ পুষণ,দিগন্ত সরকার। এছাড়াও ডেন্টাল শাখা থেকে বিডিএস-১০ ব্যাচের শিক্ষার্থী মেরাজ হোসেন বাধন এবং আসিফ ইকবাল,বিডিএস-৭ ব্যাচের সানজিদ আহমেদ ও মুনতাসুর রাতুল,বিডিএস-৮ ব্যাচের আশিকুর মাহমুদ রিয়াদ এবং শাহরিয়ার ইফতেখার এবং বিডিএস-৫ ব্যাচের ডা. সাইফুল ইসলাম এবং ডা. সঞ্জীব সরকার বোনাস।

উক্ত ২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হলেও তদন্ত রিপোর্ট পাওয়ার পর নতুন সিদ্ধান্ত আসতে পারে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.