স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিপদসংকেত, অপরিচিত ই-মেইল খুললেই হতে পারে সর্বনাশ।মোবাইল থেকেই ছড়াতে পারে ভয়ংকর ভাইরাস হতে পারে বিস্ফোরণও।
সাম্প্রতিক সময়ে লেবাননে পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের খবরে আতংক ছড়িয়ে পড়ছে এবং মোবাইল ব্যবহারকারীরাও উদ্বেগ জানাচ্ছে।পেজার এবং ওয়াকিটকির মতো ফোনও বিস্ফোরিত হতে পারে বলে ধারণা করছে অনেকে।এ নিয়ে স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করেছে দিল্লি পুলিশের সাইবার সেল।
সাইবার বিশেষজ্ঞদের ধারণা সাবধান না থাকলে মোবাইল ফোনে থাকা ভাইরাস থেকেও বিস্ফোরণ সম্ভব। যা ব্যাবহারকারীর মৃত্যুর কারণও হতে পারে।
দিল্লি পুলিশের সাইবার শাখার বিশেষজ্ঞ কিশলয় চৌধুরীর বরাতে দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে ফোনে হ্যাকিং এবং বিভিন্ন অপরাধ সাধারণ বিষয় হলেও সামনে আসতে পারে ভয়ংকর অবস্থা। চীন এবং জাপানে এর নজিরও দেখা দিয়েছে,মেইল এবং পিডিএফের মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে ভয়ংকর ভাইরাস। যা ওপেন করার সাথে সাথে কার্যকর হয়ে এক্টিভেট হয়ে ফোন নষ্ট করে দিতে পারে।এর পাশাপাশি এটি বিস্ফোরণ ঘটাতেও সক্ষম।
মোবাইল কোম্পানি গুলো সাবধান করেছে ব্যাবহারকারীদের। অচেনা কারো থেকে কোনো মেইল এবং পিডিএফ ওপেন করা থেকে বিরত থাকতে পরামর্শ দেয়া হচ্ছে।