Type Here to Get Search Results !

আবু সাঈদ হত্যাকাণ্ডে ৭১ জনের বিরুদ্ধে বেরোবি প্রশাসনের শাস্তি ঘোষণা..

আবু সাঈদ হত্যার ঘটনায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৭১  জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল রোববার (৫ জানুয়ারি) ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



আজ বিকেলে সিন্ডিকেট সভা শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বেরোবির ভিসি ড. শওকত আলী। 


উপাচার্য বলেন, জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনের বিরোধীতা ও হামলার সঙ্গে জড়িত ৭১ শিক্ষার্থীকে শৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হয়েছে। এর মধ্যে যাদের ছাত্রত্ব শেষ এমন ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ৩৩ জনকে দুই সেমিস্টার বহিস্কার এবং ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিস্কার করা হয়েছে।


একই ঘটনায় জড়িত ৯ শিক্ষক, কমকর্তা ও কর্মচারীসহ পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়া সাবেক প্রক্টরকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারণ দর্শানো পত্রের জবাব না দেওয়ায় তাদের বিরুদ্ধে সরকারী কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধিমালা ২০১৮ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে সভায় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  


||বেরোবি প্রতিনিধি: মিনহাজুর রহমান মেহেদী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.