Type Here to Get Search Results !

শাবিপ্রবিতে প্রথমবেরে মতো "কুরআন অলিম্পিয়াড"..

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে "কুরআন অলিম্পিয়াড-২০২৫"। ক্যাম্পাসে প্রথমবারের মতো ব্যাতিক্রমধর্মী এই আয়োজন করবে 'ইনকিলাব ফোরাম'। 



আগামী ১১ জানুয়ারি (শনিবার) ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে এই অলিম্পিয়াড। শিক্ষার্থীদের জন্য অনলাইন রেজিষ্ট্রেশন এর পাশাপাশি ৯ জানুয়ারী পর্যন্ত সরাসরি রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় ইনকিলাব ফোরামের বুথ থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা।


অলিম্পিয়াডে ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে,প্রতি প্রশ্নের মান ১ এবং প্রতি ভুল উত্তরের জন্য থাকবে নেগেটিভ ০.২৫ নম্বর । 


অলিম্পিয়াডের সিলেবাস হিসাবে কুরআনের ৩০ তম পারা থেকে সূরা নাবা, সূরা আলাক, সূরা ইনশিরাহ, সূরা ক্বদর এবং সূরা আসর থেকে নাস পর্যন্ত নির্বাচিত করে দেয়া হয়েছে। 


অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্য থেকে ১ম দশজনকে দেয়া হবে ২৫ হাজার টাকার নগদ অর্থ, বই এবং ক্রেস্ট। এতে ১ম পুরুষ্কার হিসাবে নগদ ১০ হাজার টাকা,২য় পুরুষ্কার- নগদ ৭হাজার, ৩য় পুরুষ্কার- নগদ ৫ হাজার টাকা,৪র্থ পুরস্কার- নগদ ২ হাজার টাকা, ৫ম পুরস্কার- নগদ ১ হাজার টাকা এবং প্রত্যেক বিজয়ীর জন্য থাকছে বই এবং সম্মাননা স্মারক ক্রেস্ট। এছাড়াও ৬ষ্ট থেকে ১০ম স্থান অর্জনকারী প্রতিযোগীদের জন্যও থাকবে বই ও সম্মাননা স্মারক।


এ ব্যাপারে ইনকিলাব ফোরাম এর সভাপতি মোজাম্মেল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, "ক্যাম্পাসে এমন আয়োজন অবিশ্বাস্য সাড়া জাগিয়েছে। আমরা আশাবাদী সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণ নিয়েই অলিম্পিয়াড বাস্তবায়ন করতে পারব ইনশাআল্লাহ।"


এছাড়াও ক্যাম্পাসে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে ইনকিলাব ফোরামের এই ব্যাতিক্রমধর্মী আয়োজন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.