বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস।
![]() |
ছবি: শীতবস্ত্র বিতরণ করছে গ্রীন ভয়েস©️দ্যা ডেইল এডুকেশন বিডি |
১৩ জানুয়ারি সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় এলাকায় এই মানবিক কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
কার্যক্রমটিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আতিকুর রহমান। যিনি গ্রীন ভয়েসের এই উদ্যোগের প্রশংসা করেন এবং শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
গ্রীন ভয়েসের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) শাখার সহ-সভাপতি সারোয়ার হাসান সজীব জানান, “আমাদের এই উদ্যোগের উদ্দেশ্য হলো শীতার্ত মানুষের দুঃখ লাঘব করা। আমরা আশা করি, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে।”
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করে গ্রীন ভয়েসকে ধন্যবাদ জানান।
গ্রীন ভয়েস দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা তরুণদের মধ্যে সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলছে।
||বশেফমুবিপ্রবি প্রতিনিধি