সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিটনেস সংক্রান্ত একমাত্র সংগঠন 'সাস্ট ফিটনেস ক্লাবের' আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পর জার্সি উন্মোচন করেছে সংগঠনটি।
![]() |
ছবি: জার্সি উন্মোচনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য,প্রক্টর,রেজিস্ট্রার সহ আরো অনেকে। |
আজ ১৩ জানুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম,প্রক্টর অধ্যাপক ড. মোখলেছুর রহমান, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) সৈয়দ ছালিম মোহাম্মদ আব্দুল কাদির,শাবিপ্রবি ফিজিক্যাল এডুকেশন এর সহকারী পরিচালক ও সাস্ট ফিটনেস ক্লাবের উপদেষ্টা ড.মো. শহীদুল ইসলাম,মো. রাশেদুল ইসলাম,মো. আব্দুর রাকিব রনি এবং উপ-পরিচালক নমিতা দে।
এছাড়াও উপস্থিত ছিলেন ফুড ইঞ্জিনিয়ারিং ও টি টেকনোলজি বিভাগের অধ্যাপক এবং সাস্ট ফিটনেস ক্লাবের উপদেষ্টা ড. মোজাম্মেল হক সহ আরো অনেকেই।
উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম সাস্ট ফিটনেস ক্লাবের প্রশংসা করে বলেন, "সাস্ট ফিটনেস ক্লাবের নামটি এতটা এট্রাক্টিভ এবং সংগঠনের প্রয়োজনীয়তা এত বেশি যে এটা শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা, সাস্টের সকল স্তরের সদস্যরা আসবেন। আমি ব্যাক্তিগতভাবে সর্বাত্মকভাবে এই সংগঠনের সাথে আছি এবং দায়িত্বশীল হিসেবে যতটুকু সম্ভব সহযোগিতা করবো।"
শাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছালিম মোহাম্মদ আব্দুল কাদির বলেন, "আজকের সাস্ট ফিটনেস ক্লাবের এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে।এবং দেখে আনন্দ লাগছে এখানে তোমরা যারা শিক্ষার্থীরা আছো প্রত্যেকে ফিট। ফিটনেস ক্লাবের এই কার্যক্রম প্রাতিষ্ঠানিক ধারায় উত্তরত্তোর বজায় রাখবে আশা করি।"
এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. মোখলেছুর রহমান সাস্ট ফিটনেস ক্লাবের প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।