Type Here to Get Search Results !

শেখ পরিবারের নাম পরিবর্তন করে বশেফমুপ্রবির নতুন নাম, শিক্ষার্থীদের উল্লাস....

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ করায় উচ্ছ্বাসে মেতে উঠেছেন শিক্ষার্থীরা। নতুন নামকরণের ঘোষণার পর ১৬ই জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল বের হয়।


ছবি: নাম পরিবর্তনের ঘোষণায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল। 


মিছিলটি বিশ্ববিদ্যালয় প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে যেয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা “বঙ্গমাতা গর্তে, জাবিপ্রবি মর্তে;হই হই রই রই বঙ্গমাতা গেলো কই"“নতুন নামে জাবিপ্রবি , নতুন সাজে জাবিপ্রবি" সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন।


সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এক ফেসবুক পোস্ট এর মাধ্যমে জানা যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল নাম সহ শেখ পরিবারের নামে মোট ১৩ টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অন্তর্বর্তীকালীন সরকার । ৫ আগস্ট সরকার পতনের পর শেখ পরিবারের নামে রাখা এই বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করার দাবি জানায় এবং তখনই বিশ্ববিদ্যালয়ের মূল গেইটে “জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়"নামে ব্যানার লাগিয়ে দিয়ে ছিল শিক্ষার্থীরা। এবার শিক্ষার্থীদের দাবি পূরণ হওয়ায় শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবংআনন্দ মিছিল করেছে।


মিছিলের পাশাপাশি শিক্ষার্থীরা ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। এ বিষয়ে উক্ত বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষে শিক্ষার্থী যীনাত বলেন “বিগত ১৭ বছর স্বৈরীচারী হাসিনা সরকার দেশটাকে কালো আঁধার করে রেখেছিল,৫ ই আগষ্টের পর আমাদের অন্যতম দাবি ছিল বিশ্ববিদ্যালয় এর নাম পরিবর্তন করা,আজ আমাদের দাবি সফল।শুধু এখানেই সীমাবদ্ধ নয় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী দোষররা দুর্নীতির অপচেষ্টা চালাচ্ছে ,তাদের হুঁশিয়ারি করে বলতে চাই তারা যেন সাবধান হয়ে সব জায়গা থেকে নিজেদের গুটিয়ে নেয়"


সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষে শিক্ষার্থী সৌকত হোসেন বলেন, “৫ই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থান এর ফলে সৃষ্ট স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে পেয়েছি। এ নতুন বাংলাদেশে স্বৈরাচারের পরিবারে কোনো চিহ্ন থাকবে না। ৫ই আগস্ট পর থেকেই আমরা বিশ্ববিদ্যালয়ের বাম পরিবর্তনের দাবি জানাচ্ছিলাম আজে তা হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানায়"


উল্লেখ্য, ২০১৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে ময়মনসিংহ বিভাগের জামালপুরে “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়" নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে।


||জাবিপ্রবি প্রতিনিধি: সারোয়ার হাসান সজীব

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.