Type Here to Get Search Results !

বেরোবিতে ছাত্রলীগ নেত্রীর পরীক্ষা না দিয়ে উত্তীর্ণের অভিযোগ..

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।জানা গেছে তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।এ বিষয়ে সত্যতা যাচাইয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


ছবি(সংগৃহীত): অভিযুক্ত সুরাইয়া ইয়াসমিন ঐশী। 

২২ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এই কমিটি গঠনের নির্দেশ দেন।


তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোঃ তানজিউল ইসলামকে। কমিটির অন্য সদস্যরা হলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হান্নান মিয়া, যিনি এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


উল্লেখ্য,সুরাইয়া ইয়াসমিন ঐশীর (গণিত বিভাগ, ২০১৮-১৯ সেশন) পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।প্রকাশিত হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোচনার ঝড় উঠেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল ঘটনাটিকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


||বেরোবি প্রতিনিধি 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.