Type Here to Get Search Results !

বেরোবিতে লালমনিরহাট স্টুডেন্ট'স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত..

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লালমনিরহাট স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মোঃ আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সিয়াম মন্ডল।


ছবি: বেরোবিতে লালমনিরহাট স্টুডেন্ট'স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক। 


কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পেয়েছেন, তাদের মধ্যে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সানাউল ইসলাম ও আসমাউল হুসনা মিশু। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিল রানা, সাংগঠনিক সম্পাদক আবির ইলাহী জুবায়ের এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাসিরুল ইসলাম বিজয়।


নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের অনুভূতি প্রকাশ করে জানান যে লালমনিরহাট জেলা সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম। তারা দায়িত্ব পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত এবং জেলা সমিতিকে আরও গতিশীল করতে নতুন কার্যক্রম যুক্ত করার প্রতিশ্রুতি দেন। তারা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া কার্যক্রমের আয়োজন করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করেছেন। তাদের লক্ষ্য একটি উপবৃত্তি চালুর মাধ্যমে শিক্ষার্থীদের আরও সহযোগিতা করা।


নেতৃবৃন্দ আরও জানান, তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এবং সমিতিকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।


||বেরোবি প্রতিনিধি :আব্দুল্লাহ আল খালিদ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.