বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) উদ্যোগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা। ১৯ জানুয়ারি (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সামনের প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
![]() |
ছবি: জাবিপ্রবিতে নানা কর্মসূচিতে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উদযাপন। |
আয়োজনের অংশ হিসেবে দুপুর ১:৩০ মিনিটে শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে একটি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জিয়াউর রহমানের জীবন, তাঁর নেতৃত্বগুণ, স্বাধীনতা যুদ্ধে অবদান এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে তাঁর গৃহীত বিভিন্ন পদক্ষেপের ওপর আলোকপাত করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়।
রচনা প্রতিযোগিতা শেষে বাদ আসর গোবিন্দগঞ্জ জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে ছাত্রদলপন্থী শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত সমাজকর্ম বিভাগের জিকু বলেন“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী আমরা এই তরুণ ছাত্র সমাজকে বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন আমাদের আজকের এ আয়োজন । মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তীতে দেশকে নেতৃত্বদিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যার নামটি ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই নামটি একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন তরুণ প্রজন্মের কাছ থেকে আড়াল করে রেখেছিল। আমরা চেষ্টা করছি এই রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম কিছুটা হলেও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানতে পারবে।
ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষে শিক্ষার্থ যীনাত বলেন “কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমাদের এই প্রোগ্রামে শিক্ষার্থীদের উপস্থিতিতে আমাদের এ রচনা প্রতিযোগিতা। রচনা প্রতিযোগিতা মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান,স্বাধীনতার ঘোষনার ইতিহাস এবং বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা এবং গনতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে যা বিগত দিনে আওয়ামী ফ্যাসিষ্ট সরকার ইতিহাস বিকৃত করে রেখেছিল।"
আয়োজনের মধ্য দিয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলপন্থী শিক্ষার্থীরা শহীদ জিয়াউর রহমানের প্রতি তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা তাঁর আদর্শ ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
||জাবিপ্রবি প্রতিনিধি।