রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
![]() |
ছবি:মানববন্ধনে বেরোবি শিক্ষার্থীরা। |
আজ ১৯ জানুয়ারি (রবিবার) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের তিন দফা: বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল করা,সকল শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন ব্যাবস্থা নিশ্চিত করা,বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রুপান্তর করা।
শিক্ষার্থীরা দাবী করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানকালীন নামের সাথে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ইতিহাস জড়িত।এবং দ্রুততম সময়ের মধ্যে আবাসন সংকট দূর করে শতভাগ আবাসিক করার জন্য আহ্বান জানান।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আধুনিকীকরণ এবং উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।