বদলে যাচ্ছে বাংলাদেশের নাম,পাশাপাশি সংবিধান থেকে বাদ দেয়া হতে পারে ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের অফিসিয়াল নাম "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" পরিবর্তন করে রাখা হতে পারে "জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ " করা হতে পারে।এবং সংবিধানের চারটি মূলনীতি থেকে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে পাচটি মূলনীতি করা হতে পারে।নতুন করে সাম্য এবং বহুত্ববাদ যুক্ত করার কথা বলা হচ্ছে মূলনীতিতে।
![]() |
ছবি: প্রধান উপদেষ্টার সাথে সংস্কার কমিশন। |
এমন বেশকিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে সংবিধান,নির্বাচন ব্যাবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন কর্তৃক।গতকাল ১৫ জানুয়ারি (বুধবার) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবাদ জমা দিয়েছে সংস্কার কমিশনটি।বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে আইন,পরিবেশ ও স্থানীয় সরকার উপদেষ্টা এ বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়াও সংস্কার কমিশনের ওই প্রতিবেদনে আরো বেশকিছু গুরুত্বপূর্ণ সংস্কারের কথা উল্লেখ রয়েছে।এর মধ্যে রয়েছে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ,সংসদের মেয়াদ চার বছর। সংসদের পাশাপাশি রাষ্ট্রপতির মেয়াদ চার বছর,তিনি নির্বাচিত হবেন বৃহত্তর নির্বাচকমণ্ডলীর ভোটে। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হতে পারবেন না। আইসিটি আইনে সাজাপ্রাপ্ত কোনো ব্যাক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানানো হয়, "সংস্কার কমিশন কর্তৃক জমা দেয়া প্রস্তাবনাগুলো সমন্বয় করার জন্য মোট ছয়টি কমিশনের মেয়াদ বাড়ানো হচ্ছে। কমিশন গুলোর সম্মতির ভিত্তিতে প্রাধান্যগুকো ঠিক হলে ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে রাজনৈতিক সংবাদ শুরু হবে।তবে এটি নির্ভর করছে কমিশনগুলোর কাজের অগ্রগতির উপর, আগেভাগে কাজ সম্পন্ন হলে ফেব্রুয়ারীর শুরুতেই সংলাপ শুরু হতে পারে।